মাইক্রোসফট ওয়ার্ড এর শর্টকাট সমূহ



জেনে নিন মাইক্রোসফট ওয়ার্ড এর শর্টকাট সমূহ

আসসালামু আলাইকুমভাল আছেন সবাই??
আমার আজকের পোস্ট হয়ত অনেকের জানাতারপরও লিখতে হচ্ছে যারা জানে না তাদের জন্য
কাজের প্রয়োজনে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাটের প্রয়োজন হয়এ ধরনের প্রয়োজনীয় কিছু শর্টকাট
Ctrl+A =
সিলেক্ট অল
Ctrl+B =
টেক্সট বোল্ড
Ctrl+C =
কোনো কিছু কপি করা
Ctrl+D =
ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা
Ctrl+E =
সেন্টার এলাইনমেন্ট করা
Ctrl+F =
কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা
Ctrl+H =
রিপ্লেস কমান্ড
Ctrl+I =
টেক্সট ইটালিক
Ctrl+J =
টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা
Ctrl+K =
হাইপারলিংক তৈরি করা
Ctrl+L =
টেক্সট লেফট এলাইনমেন্ট করা
Ctrl+M =
ইনভেন্ট দেওয়ার জন্য
Ctrl+N =
নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য
Ctrl+O =
আগে তৈরি করা কোনো ফাইল খোলার জন্য
Ctrl+P =
ডকুমেন্ট প্রিন্ট
Ctrl+Q =
প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য
Ctrl+R =
টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা
Ctrl+S =
ফাইল সেভ
Ctrl+T =
ইনডেন্ট পরিবর্তন করার জন্য
Ctrl+U =
টেক্সট আন্ডারলাইন
Ctrl+V =
টেক্সট পেষ্ট করার জন্য
Ctrl+W =
ফাইল বন্ধ করার জন্য

No comments:

Post a Comment