বাংলা-ইংরেজি টাইপ...

মাইক্রোসফট ওয়ার্ড এ বাংলা-ইংরেজি একসাথে টাইপ করুন।

আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড এ বাংলা ও ইংরেজি একসাথে লেখেন এবং বারবার মাউস ব্যাবহার করেন যা আমার মত অনেকেই বিরক্ত বোধ করেন বলে মনে হয়। আমার এই ট্রিক্স টি আপনাদের কিছুটা বিরক্তি বোধ কমাবে বলে মনে করছি। আর একটু বেশি সময়ের কাজ নির্ধারিত সময়ের আগেই সারতে পারবেন। তাহলে চলুন শুরু করি- মাউস না ধরে বাংলা-ইংরেজি একসাথে লিখি।
প্রথমেই MS WORD ওপেন করি।
এর পর Tools>Customize এ ক্লিক করুন।

নিচের ছবিতে একটি Customized Dialog Box এসেছে। এখানে Keyboard অপশন এ ক্লিক করুন।

তারপরই নিচের ছবির মত Customized Keyboard ডায়লগ বক্স আসবে। এখানে Specify a Command অপশন এ Categories লিস্ট এ Fonts সিলেক্ট করুন। ধরুন আমরা SutonnyMJ সিলেক্ট করব, সেক্ষেত্রে ঐ ফন্টটি সিলেক্ট করুন। তারপর Press new shortcut key অপশন এ Alt+Z দিন এবং নিচে Assign এ ক্লিক করুন। একই ভাবে ইংরেজির জন্য Times New Roman সিলেক্ট করে Alt+X দিন। Assign এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার shortcut।
এখন আর বারবার মাউস ধরে বাংলা কিংবা ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে না। কীবোর্ড দিয়ে Alt+Z এবং Alt+X প্রেস করে দেখুন একবার বাংলা ফন্ট আর একবার ইংরেজি ফন্ট পরিবর্তন হচ্ছে।
খেয়াল ভাখবেন বাংলা লেখার আগে কীবোর্ড দিয়ে Alt+Z এবং Alt+Ctrl+B প্রেস করতে হবে, তাহলে বিজয় সক্রিয় হবে এবং আপনি বাংলা টাইপ করতে পারবেন। টাস্কবার এ বিজয় এর আইকন দেখে বুঝতে পারবেন।
একই ভাবে ইংরেজি টাইপ এর ক্ষেত্রে কীবোর্ড দিয়ে Alt+X প্রেস করে আবার Alt+Ctrl+B প্রেস করতে হবে, তাহলে বিজয় নিষ্ক্রিয় হবে এবং আপনি ইংরেজি টাইপ করতে পারবেন। টাস্কবার এ বিজয় এর আইকন দেখে বুঝতে পারবেন।
আর এভাবেই আপনি মাউস ধরা ছাড়াই বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করতে পারবেন, শুধু কীবোর্ড দিয়ে আপনার নির্ধারিত কমান্ড প্রেস করলেই হল। উল্লেখ না করলেই নয়ঃ এই নিয়ম অফিস ২০০৭ এর আগের ভার্সন এর জন্য প্রযোজ্য। অফিস ২০০৭ এর ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড এর হোম অপশন থেকে কাজটি করতে হবে।

No comments:

Post a Comment